Site icon Jamuna Television

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ৩ মামলা, ৭ দিনের রিমান্ড চাইবে ডিবি

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিভিন্ন ধারায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে) এ মামলাগুলো দায়ের করা হয়। এছাড়া মিল্টনকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়েজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, মিল্টন সমাদ্দার সিটি করপোরেশনের সনদ ছাড়াই রাতের আধারে মরদেহ দাফন করতেন। এমনকি তিনি নিজেই মৃত্যুসনদে সিটি করপোরেশনের সিল মারতেন। এ ঘটনায় ডিবি মামলা করেছে। এ মামলায় ৭ দিনের রিমান্ড চাওয়া হবে। রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এখন পর্যন্ত তিনটি মামলা দায়ের হয়েছে। জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে ও আশ্রমের টর্চার সেলে মানুষজনকে মারধর করার অভিযোগে দুইটি মামলা হয়েছে। এছাড়া মানবপাচারের অভিযোগে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি ও আর্থিক অনিয়ম, জমি দখল, নির্যাতনসহ অনেক অভিযোগ ওঠে। এরপরই সামাজিকমাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

মিল্টন সমাদ্দার সোশ্যাল মিডিয়ায় প্রথম আলোচনায় আসেন ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ নামের একটি বৃদ্ধাশ্রম গড়ার মাধ্যমে। রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন তিনি ও তার দল। এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সরকারি-বেসরকারি নানা পুরস্কারও পেয়েছেন তিনি। সামাজিকমাধ্যমে তার এসব কর্মকাণ্ডের ব্যাপক প্রচারণা রয়েছে।

/এমএইচ

Exit mobile version