Site icon Jamuna Television

উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান রিজভির

জনগণকে উপজেলা নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। একইসাথে যেখানে নির্বাচন হবে সেখানেই ভোটারদের নির্বাচন বর্জনে উদ্বুদ্ধ করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশও দেন তিনি।

বৃহস্পতিবার (২ মে) রাজধানীর বাড্ডায় সাধারণ মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে এ আহ্বান জানান বিএনপির সিনিয়র এই নেতা।

রিজভি বলেন, সরকারের চুরি, মহা দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশের আজ এই করুণ অবস্থা। সরকার পতনের ভয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে আশ্রয় খোঁজার চেষ্টা করছে বলেও এসময় দাবি করেন রিজভী।

বিএনপি’র সিনিয়র এই নেতা জানান, দল ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে মতো উপজেলা নির্বাচনও বর্জন করেছে। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ ভোটে অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।

/এমএইচ

Exit mobile version