Site icon Jamuna Television

হবিগঞ্জে দুর্ঘটনায় ৫ মৃত্যু: মাজার ‌জিয়ারত করতে সিলেট গিয়েছিলেন একই প‌রিবারের ৪ জন

নিহতদের বাড়ি শোকের মাতম

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী

মাজার জিয়ারত ক‌রে বাসায় ফেরার প‌থে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর বোয়ালিয়া গ্রা‌মের একই পরিবা‌রের চারজন নিহত হলেন। বুধবার রাতে ঢাকা-সি‌লেট মহাসড়‌কের হ‌বিগ‌ঞ্জের শাহাপুর হ‌রিতলা এলাকায় ট্রা‌কের সা‌থে মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ঘটনাস্থ‌লেই প্রাই‌ভেটকা‌রের চালকসহ পাঁচজন নিহত হন। যাদের মধ্যে পটুয়াখালীর একই প‌রিবা‌রের চারজন র‌য়ে‌ছেন।

একই প‌রিবা‌রের নিহতরা হ‌লেন পটুয়াখালীর গলা‌চিপা উপ‌জেলার বোয়া‌লিয়া গ্রা‌মের ম‌জো আলী মৃধার দুই ছে‌লে জামাল ও এনামুল এবং জামা‌লের স্ত্রী কামরুন্নাহার ও তা‌দের প‌রিবা‌রের ১০ বছর বয়‌সী সন্তান অনন্ত। তারা সবাই সাভারের হেমা‌য়েতপুর এলাকায় এক‌টি গা‌র্মেন্টস‌সে চাকু‌রি কর‌তেন ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন নিহত জামাল ও এনামুলের মামা মো. সোনা মিয়া।

আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ৫

তি‌নি জানান, জামা‌লের ১০ বছর বয়‌সী ছে‌লে অনন্তের ব্যাপারে তার বাবা মা‌য়ের নিয়ত ছিল তাকে নি‌য়ে সি‌লে‌টের হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত কর‌বেন। সেই নিয়ত পূর‌ণে বুধবার সকা‌লে সাভার থে‌কে প্রাইভেটকা‌রে চ‌ড়ে সি‌লে‌টে যান তারা। প‌রে সেখা‌নে শাহজালাল (র.) এর মাজার জিয়ারত ক‌রে পুনরায় সাভা‌রে ফেরার প‌থে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জামা‌লের আত্মীয় মো. হা‌বিব মৃধা জানান, বৃহস্প‌তিবার বিকাল পৌ‌নে ৬টায় মরদেহ নি‌য়ে পটুয়াখালীর গলা‌চিপার উদ্দেশ্যে রওনা হ‌য়ে‌ছেন তারা। শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে তাদেরকে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে দাফন কর‌া হবে।

/এনকে

Exit mobile version