Site icon Jamuna Television

টাঙ্গাইলে দু’পক্ষের সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

ছবি- প্রতীকী

টাঙ্গাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মে) সকালে নাগরপুরের ভাদ্রা গ্রামে এ সংঘর্ষ হয়। নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম রাজিব হোসেন।

পুলিশ জানায়, ভাদ্রা গ্রামের আজাহার ও রাজিবের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে, গাছ থেকে বেল পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দু’পক্ষ সংঘর্ষ জড়ায়।

এসময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় রাজিব। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এনকে

Exit mobile version