Site icon Jamuna Television

মোস্তাফিজের না থাকাটা খুবই হতাশার: চেন্নাই কোচ

৪ ওভারে এক মেডেনসহ ২২ রান দিয়ে উইকেটশূন্য! পাঞ্জাবের বিপক্ষে আইপিএলের শেষ ম্যাচে এমন বোলিং ফিগার টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের। দুর্দান্ত এক আসর কাটিয়ে এবারের মতো চেন্নাই সুপার কিংস অধ্যায় শেষ শেষ করলেন মোস্তাফিজ। এবার ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে যোগ দেবেন দলের সঙ্গে।

দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে চলতি আসরে হয়ে উঠেছিলেন চেন্নাইয়ের অন্যতম প্রধান অস্ত্র। এখন পর্যন্ত জসপ্রিত বুমরার সাথে চলতি আসরের সর্বোচ্চ উইকেটশিকারী কাটারমাস্টার ফিজ। তার বিদায়ে পেস অ্যাটাক নিয়ে এখন রীতিমতো বিপাকে চেন্নাই। ইনজুরির কারণে অনিশ্চিত দীপক চাহার ও মাতিশা পাতিরানা। ফ্লুতে আক্রান্ত আরেক পেসার তুষার দেশপান্ডে। এমন অবস্থায় ফিজকে হারানোটা দারুণ হতাশার। যা অকপটে স্বীকার করে নিলেন, চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং।

স্টিফেন ফ্লেমিং বলেন, দীপক চাহারকে দেখে ভালো মনে হয়নি। তার আরও রিপোর্টের অপেক্ষায় আছি। ফিজিও চিকিৎসকরা বিষয়টি দেখছেন। লঙ্কান ছেলেরাও খেলতে পারেনি। আশা করি ভিসার কাজ দ্রুত শেষ হবে তাদের এবং পরের ম্যাচেই তাদের পাবো। রিচার্ড গ্লেসন ভালো করাটা ইতিবাচক ব্যাপার। এর মধ্যে মোস্তাফিজকে হারানোটা খুবই হতাশার।

এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান চেন্নাই সুপার কিংসের। লিগ পর্বে দলটিকে খেলতে হবে আরও ৪ ম্যাচ। প্লে অফের দৌড়ে পা হড়কানোর সুযোগ নেই হলুদ জার্সিদের। রোববার পাঞ্জাবের বিপক্ষে ফিরতি ম্যাচে তাই মোস্তাফিজের বিকল্প কে হতে পারেন, তা নিয়েই চলছে আলোচনা।

চেন্নাইয়ের হয়ে অভিষেক মৌসুমে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। আর ৪ উইকেট নিতে পারলে আইপিএলে এক মৌসুমে নিজের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড নতুন করে লিখতে পারতেন এই টাইগার পেসার। তবে জাতীয় দলের ব্যস্ততায় ফিজকে ফিরতে হলো আক্ষেপ নিয়েই। বিপরীতে চেন্নাই শিবিরে রেখে আসলেন একরাশ হতাশা।

/এনকে

Exit mobile version