Site icon Jamuna Television

অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেলেন রাজধানীবাসী

বৃষ্টিতে ফুটবল খেলায় মেতে ওঠেন এই তরুণেরা

টানা তাপদাহের অস্বস্তি শেষে অবশেষে রাজধানীর বিভিন্ন জায়গায় ঝরেছে স্বস্তির বৃষ্টি। সঙ্গে বয়েছে ঝড়ো বাতাসও। বৃহস্পতিবার (২ মে) রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা, গুলিস্তান, যাত্রাবাড়ী, সদরঘাট, ইসলামপুরসহ আশপাশের একাধিক এলাকায় বৃষ্টির খবর পাওয়া যায়।

রাত ১২টার দিকে বারিধারা, ভাটারা, কুড়িল এলাকায় শুরু হয় ঝড়ো বাতাস ও বৃষ্টি। বহু প্রতীক্ষিত সেই বৃষ্টি আসায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে মানুষকে।

২ মে রাজধানীতে বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদফতর। এদিন রাত ৮টার পর থেকেই বিভিন্ন জায়গায় মেঘ ডাকতে শুরু করে। বজ্রের ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে আকাশ। বহুল প্রতিক্ষিত বৃষ্টি যে খুবই নিকট সেটি আর বুঝতে বাকি থাকে না গরম হাঁসফাঁস করা এই নগরবাসীকে। তাই তো নগরীর বিভিন্ন এলাকায় মানুষকে বৃষ্টিতে ভিজতেও দেখা গেছে।

এদিকে, বৃষ্টির প্রভাবে কিছুটা কমেছে ঢাকার তাপমাত্রাও। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টি বেড়ে তাপমাত্রা আরও কমতে পারে বলে আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

/এনকে

Exit mobile version