Site icon Jamuna Television

মাদারীপুরে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন শরীতপুর জেলার আঙ্গারিয়া তুলাতলা গ্রামের কবির খান (৩৫) অপরজন হলেন ফরিদপুরের নগরকান্দার বাসিন্দা হাবিব মোল্লা (৩০)।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান জানিয়েছেন, সন্ধ্যার পরে মাদারীপুরের আড়িয়াল খান নদের উপরের নির্মিত আচমত আলী খান সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক শরীয়তপুরগামী মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক কবির খান ও আরোহী হাবিব মোল্লা নিহত হন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে এবং ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

Exit mobile version