Site icon Jamuna Television

পঞ্চগড়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত

পঞ্চগড়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

শুক্রবার সন্ধ্যায় বাংলাবান্ধা-তেঁতুলিয়া সড়কের দশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পঞ্চগড় থেকে তেতুলিয়াগামী ভাইবোন পরিবহনের একটি বাস ওই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হয় অন্তত আটজন। মুমূর্ষু অবস্থায় নয় যাত্রীকে পাঠানো হয়েছে সদর হাসপাতালে।

নিহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস বলছে, দুর্ঘটনায় বাসের ডান দিকে বসা যাত্রীরা হতাহত হয়েছে। পরে বোর্ড বাজার এলাকা থেকে আটক করা হয়েছে ট্রাকটি।

Exit mobile version