Site icon Jamuna Television

তামিমের ব্যর্থতার দিনে ৫৮ মাস পর সাকিবের সেঞ্চুরি

দীর্ঘ ৫৮ মাস পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ শুক্রবার (৩ মে) সেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব আল হাসান। এদিন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ঝড়ের গতিতে ব্যাট করেন এই অলরাউন্ডার। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭৩ বলেই তুলে নেন শতক। অন্যদিকে, তার সতীর্থ তামিম ইকবাল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে করেন ১২ বলে ২ রান।

এবারের লিগে আজকের আগে ৪ ম্যাচ খেলেছিলেন সাকিব। আজ পঞ্চম ম্যাচে মাঠে নেমেই খেললেন ঝোড়ো ইনিংস। অথচ শুরুটা করেছিলেন ধীরে। ২৯ বলে ২১ রান তোলার পর হাত খুলে খেলা শুরু করেন সাকিব। মাসুম খানকে লং অফের ওপর দিয়ে মারেন ছক্কা। সেখান থেকে পঞ্চাশে পৌঁছান ৪৩তম বলে। পরের পঞ্চাশ তুলতে খেলেছেন মাত্র ৩০ বল।

সবমিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দশম ও স্বীকৃত ক্রিকেটে ১৮তম সেঞ্চুরির দেখা পেলেন সাকিব। সবশেষ ২০১৯ সালে ম্যাজিক্যাল ফিগার ছুঁয়েছিলেন এই ব্যাটার।

সেঞ্চুরির পর অবশ্য উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব। আব্দুল গাফফার সাকলাইনের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। সাজঘরে ফেরার আগে সাকিবের ব্যাট থেকে আসে ৭৯ বলে ১০৭ রান।

/এমএইচ

Exit mobile version