Site icon Jamuna Television

চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সমাবেশ আজ

জাতীয় ঐক্যফ্রন্টকে ২৫ শর্তে চট্টগ্রামে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। তবে পূর্বনির্ধারিত স্থান লালদীঘি ময়দান নয়, নগরীর নুর আহমেদ সড়কের নগর বিএনপি কার্যালয়ের সামনে মিলেছে সমাবেশের অনুমতি। কর্মসূচি সফল করতে সব ধরণের প্রস্তুতি নিয়েছেন স্থানীয় নেতারা।

সমাবেশ সফল করতে গেলো কয়েকদিন ধরে বেশ জোরেসরেই প্রস্তুতি নিচ্ছিলো জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। তবে আনুষ্ঠানিকভাবে পুলিশের অনুমতি মেলে শুক্রবার। এসময় লালদিঘী ময়দানের পরিবর্তে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে কর্মসূচি পালনের অনুমতি দেয়া হয়। তবে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে ২৫ টি শর্ত বেধে দেয় পুলিশ। এ নিয়ে দলটির পক্ষ থেকে ক্ষোভ জানানো হয়।

এদিকে, সমাবেশ সফল করতে চট্টগ্রামে এসে পৌঁছেছেন বিএনপি ও ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন, মামলা, হামলার প্রতিবাদে সমাবেশে জড়ো হবে লাখো কর্মী। সমাবেশস্থলের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।

Exit mobile version