Site icon Jamuna Television

এমএলএসে এপ্রিলের মাস সেরা মেসি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) এপ্রিল মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। প্রথমবারের মতো এমএলএসে মাস সেরার পুরস্কার জিতলেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা।

এপ্রিল মাসে অপরাজিত ছিল মেসির দল ইন্টার মায়ামি। এসময় তিন ম্যাচে জয়ের পাশাপাশি একটিতে ড্র করেছে দলটি। প্রতিপক্ষের জালে দিয়েছে ১২ গোল। যার ১০টিতে অবদান রেখেছেন মেসি। নিজে ৬ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি। সবমিলিয়ে চলতি মৌসুমে করেছেন ৯ গোল।

এমএলএসে এখন পর্যন্ত ৯ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে এলএমটেন। এরআগে মার্চ মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন সুয়ারেজ।

/এনকে

Exit mobile version