Site icon Jamuna Television

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তামিম-সাইফউদ্দিন

চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টোয়েন্টিতে অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। জাতীয় দলের জার্সিতে সবশেষ ২০২২ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ:

সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, ক্লাইভ মানদান্দে, রায়ান বার্ল, লুক জঙ্গি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।

/এনকে

Exit mobile version