Site icon Jamuna Television

পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ক্যারিবিয়ান ক্রিকেটার ডেভন থমাস

ফাইল ছবি

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, লঙ্কান প্রিমিয়ার লিগ ও সংযুক্ত আরব আমিরাতের লিগে অংশ নিয়ে ম্যাচ ও স্পট ফিক্সিং, ফিক্সিংয়ের চেষ্টা ও ক্রিকেটের নীতি পরিপন্থী অন্যান্য দুর্নীতি করেছেন ডেভন থমাস। এই তিন লিগেই তিনি খেলেছেন ২০২১ সালে।

পরবর্তীতে তার বিরুদ্ধে ম্যাচ বা স্পট ফিক্সিং কিংবা অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ আসলে তিনি সহায়তা করতে অস্বীকার করেন। সব মিলিয়ে তিন লিগে সাতটি ধারা ভঙ্গ করায় ওয়েস্ট ইন্ডিজের ৩৪ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার থমাসকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

এর মধ্যে প্রায় ১ বছর সাজা ভোগ করে ফেলেছেন তিনি। গত বছরের ২৩ মে থেকে সাময়িক নিষিদ্ধ ছিলেন ডেভন থমাস। সাময়িক নিষিদ্ধের দিন থেকে তার সাজা কার্যকর হবে।

আইসিসির ব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটার হিসেবে থমাস নৈতিকতার ওপরে আইসিসির অনেকগুলো ক্লাস করেছেন। যে নিয়মগুলো ভেঙেছেন তার সবটা তিনি জানতেন। তবে সেগুলো পূরণে ব্যর্থ হয়েছেন তিনি।

/এনকে

Exit mobile version