Site icon Jamuna Television

অভিষেকে তানজিদ তামিমের ফিফটি

ফাইল ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের। লিটনের সাথে ইনিংসের শুরু করেছেন তিনি। এই ম্যাচেও ব্যর্থ হয়ে ফিরেছেন লিটন দাস। তবে নিজের অভিষেক ম্যাচটি দুর্দান্ত এক ইনিংস খেলে স্মরণীয় করে রাখলেন জুনিয়র তামিম।

প্রথম ম্যাচেই অর্ধশতক তুলে নিয়েছে এই বাঁহাতি ব্যাটার। যদিও অর্ধশক করেছেন কিছুটা ধীরগতির ব্যাটিংয়ে। এই মাইলফলক ছুঁতে তিনি মোকাবিলা করেছেন ৩৬ বল। অর্ধশতক করার পথে দুই ছক্কা ও ছয়টি চার মেরেছেন তিনি। এই প্রতিবেদন লেখার সময় তিনি ৩৯ বলে তিনি ৫৭ রানে ব্যাট করছিলেন।

তার ব্যাটে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে ভালোই জবাব দিচ্ছে বাংলাদেশ। তাদের দেয়া ১২৫ রানের লক্ষ্য তাড়ায় দুই উইকেটে ৯০ ছাড়িয়েছে বাংলাদেশ।

/এনকে

Exit mobile version