সিলেট ব্যুরো:
বন্ধুর জন্মদিনে কেক কাটতে গিয়ে বাকবিতণ্ডার জেরে মো. আলী (১৭) নামের এক কিশোর খুন হয়েছেন। শুক্রবার (৩ মে) রাতে সিলেট নগরীর ছড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আলী কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের নুর আলীর ছেলে। বর্তমানে তিনি নগরীর ছড়ারপাড় এলাকার রাহত মিয়ার কলোনিতে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে মো. আলী তার এক বন্ধুর জন্মদিনের কেক কাটার আয়োজনে যায়। এসময় বেশ কয়েকজন কিশোর তাতে অংশ নেয়। এক পর্যায়ে জন্মদিনের কেক কাটা নিয়ে কিশোরদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এসময় ছুরিকাঘাতের শিকার হন মো. আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, এ ঘটনায় জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।
/এনকে
Leave a reply