Site icon Jamuna Television

জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার জেরে আজও শিডিউল বিপর্যয়

গাজীপুরের জয়দেবপুরের ট্রেন দুর্ঘটনার জেরে আজও কমলাপুর স্টেশনে বেশিরভাগ ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। শনিবার (৪ মে) সকাল ৭টা ১৫ মিনিটে কিশোরগঞ্জের এগার সিন্দুর প্রভাতী ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় ৫ ঘণ্টা পার হলেও ট্রেনটি এখনো ছেড়ে যায়নি।

এদিকে সাড়ে ৮টার লালমনিরহাটের বুড়িমাড়ী এক্সপ্রেস ছাড়ার কথা থাকলেও এখনও প্ল্যাটর্ফমে আসেনি ট্রেনটি। রংপুর এক্সপ্রেস ছাড়বে বেলা ১২টা ৪০ মিনিটে। এটি ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৯টায়। শুধু সকাল সোয়া সাতটার নীলসাগর ট্রেনটি সোয়া দশটায় ছেড়ে যায়।

এছাড়া ব্রাক্ষণবাড়িয়ার তিতাস কমিউটার, কিশোরগঞ্জ এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেস সকাল ৯টার মধ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এই তিনটি ট্রেন কখন ছেড়ে যাবে তা জানা যায়নি এখনো। কাঙ্ক্ষিত ট্রেনের আশায় ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে অপেক্ষা করছেন যাত্রীরা। অবশ্য আগামীকালের মধ্যে শিডিউল ঠিক হয়ে যাওয়ার আশা করছেন স্টেশন ম্যানেজার।

এটিএম/

Exit mobile version