Site icon Jamuna Television

ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটে ১ জোড়া কমিউটার ট্রেন চালু হচ্ছে আজ

ঢাকা-ভাঙ্গা ও ভাঙ্গা-রাজবাড়ী রুটে নতুন এক জোড়া কমিউটার ট্রেন আনতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (৪ মে) মাদারীপুরের শিবচর স্টেশন থেকে ঢাকা-ভাঙ্গা ও ভাঙ্গা-রাজবাড়ী রুটে নতুন এ জোড়া ট্রেন চালুর উদ্বোধন করবেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

জানা গেছে, ট্রেন দুটির নাম চন্দনা কমিউটার ও ভাঙ্গা কমিউটার। চন্দনা কমিউটার ট্রেনটি রাজবাড়ী স্টেশন থেকে ভোর ৫টায় ছেড়ে ভাঙ্গা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে সকাল ৬ টা ১৫ মিনিটে। ওই ট্রেনটি ভাঙ্গা কমিউটার নাম ধারণ করে ভাঙ্গা স্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকা স্টেশনে পৌঁছাবে সকাল ৯টায়।

আবার ভাঙ্গা কমিউটার ট্রেনটি ঢাকা স্টেশন থেকে সন্ধ্যা ৬টায় ছেড়ে ভাঙ্গা স্টেশনে পৌঁছাবে রাত ৮টায়। সেখানে ট্রেনটি চন্দনা কমিউটার নাম ধারণ করে ভাঙ্গা স্টেশন ছাড়বে রাত ৮টা ১০ মিনিটে। সবশেষে রাত সাড়ে ৯টায় রাজবাড়ী স্টেশনে পৌঁছাবে ট্রেনটি।

ট্রেনটির আসন সংখ্যা ৪৯২টি। এরমধ্যে ট্রেনে প্রথম শ্রেণীর আসন থাকবে ২৪টি, শোভন চেয়ার শ্রেণীর আসন থাকবে ৪৪টি এবং শোভন শ্রেণীর আসন থাকবে ৪২৪টি।

/এমএইচ

Exit mobile version