Site icon Jamuna Television

ভারত সরকারের পুরস্কার পাচ্ছে ছায়ানট, মোদির অভিনন্দন

সংস্কৃতি অঙ্গনে অবদান রাখার জন্য বাংলাদেশের সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘ছায়ানট’ ভারত সরকারের ‘টেগোর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমনি’ পেয়েছে।

সম্মাননা স্মারকের সঙ্গে ছায়ানটকে দেয়া হবে নগদ এক কোটি রুপি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন একটি জুরি বোর্ড বাছাই করেছে ছায়ানটকে। তিনি এই জুরি বোর্ডের চেয়ারম্যান।

গতকাল এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরস্কার প্রাপ্তি উপলক্ষ্যে ছায়ানাট’কে অভিনন্দন জানান।

তিনি বলেন, “১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকে ছায়ানট গুরুদেব ঠাকুরের কর্মকে বাংলাদেশে এবং বিশ্বের দরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যখন পূর্ব পাকিস্তানে রবীন্দ্রনাথ ঠাকুরের সংগীত নিষিদ্ধ ছিল, সেই সময় ছায়ানট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অংশ ছিল। সংগঠনটির সাথে জড়িত সবাইকে অভিনন্দন।”

Exit mobile version