Site icon Jamuna Television

উত্তরায় লেক থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেক থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আজ শনিবার (৪ মে) বিকাল সাড়ে তিনটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, আশরাফুল ইসলাম ও জিহাদ। তারা দুজন মিরপুরের শহীদ স্মৃতি স্কুলের নবম শ্রেণীর ছাত্র।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, শনিবার দুপুরে ৫ বন্ধু মিলে লেকে গোসল করতে নামে। একপর্যায়ে লেকের মাঝখানে চলে যায় তারা। এসময় হঠাৎ দুজন পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে টঙ্গি ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদী বলেন, মরদেহগুলো থানায় নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া মেনে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/আরএইচ

Exit mobile version