Site icon Jamuna Television

রুবেলের শো রুম উদ্বোধন করলেন সাকিব

দুজনেই একসাথে খেলেছেন বাংলাদেশের হয়ে। একজন অলরাউন্ড নৈপুন্যে দেশকে জিতিয়েছেন অনেক ম্যাচ, আরেকজন আগুনে গোলা নিক্ষেপে তছনছ করেছেন প্রতিপক্ষের ব্যাটারদের। সেই সাকিব আল হাসান আর রুবেলের সৌহার্দ্য কেবলমাত্র মাঠেই নয়, তাদের সম্পর্ক আর বন্ধুত্ব এর বাইরেও বিস্তৃত। শনিবার (৪ মে) রুবেলের বাইক শো রুমের উদ্বোধনে দেখা গেলো সাকিবকে। জনপ্রিয় মোটরবাইক ব্র্যান্ড ইয়াহামার ডিলার শো রুম নিয়েছেন রুবেল।

সেখানে আরও উপস্থিত ছিলেন দেশের ঘরোয়া ক্রিকেটের প্রখ্যাত কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ বেশ কয়েকজন ক্রিকেটার। রুবেলের এই শো রুমের অবস্থান রাজধানীর বারিধারার ১০০ ফিটে।

সাকিবের উপস্থিত থাকার কথা আগেই গণমাধ্যমে জানিয়েছিলেন রুবেল। শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় সেখানে এসে পৌঁছান সাকিব। এর আগে সেখানে এসে উপস্থিত হন নুরুল হাসান সোহান ও সাব্বির রহমান। পরবর্তীতে উদ্বোধনের সময় সেখানে যুক্ত হন কোচ সালাউদ্দিন, ক্রিকেটার হাসান মাহমুদ, শফিউল ইসলাম ও ঢাকাই সিনেমার চিত্রনায়ক নিরব হোসেন।

উল্লেখ্য, এক সময় লাল-সবুজ জার্সিতে দুর্দান্ত সময় পার করা পেসার রুবেল বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন। অবশ্য নিয়মিত খেলে যাচ্ছেন দেশের ঘরোয়া ক্রিকেটে। এবার ক্রিকেটের বাইরে নতুন এক পরিচয়ে হাজির হলেন তিনি।

/এমএইচআর

Exit mobile version