Site icon Jamuna Television

সিরিজ জয় পাকিস্তানের

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান। গতরাতে ২য় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তারা হারিয়েছে ১১ রানে। পাকিস্তানের করা ১৪৭ রানের জবাবে ১৩৬ রানের বেশি করতে পারেনি অজিরা।

দুবাইতে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে ফখর জামানের উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েন বাবর আজম আর মোহাম্মদ হাফিজ। ইনিংস সেরা ৪৫ করেন বাবর আজম আর হাফিজের ব্যাট থেকে আসে ৪০ রান।

শেষ দিকে ফাহিম আশরাফের ১৭ রানের ইনিংসে ৬ উইকেটে ১৪৭ রান করে পাকিস্তান। অজিদের হয়ে কল্টার নেইল নিয়েছেন ৩ উইকেট। ছোট সংগ্রহ তাড়া করতে নেমে দলীয় ৩১ রানে সাজ ঘরে ডি’শর্ট, অ্যারন ফিঞ্চ আর ক্রিস লিন।

এরপর মিচেল মার্শ ও কল্টার নেইলকে সাথে নিয়ে জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখেন গ্ল্যান ম্যাক্সওয়েল। তবে শেষ পর্যন্ত ১৩৬ রানের বেশি করতে পারেনি তারা। ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ৫২ রান, কল্টার নেইল করেছেন ২৭। বল হাতে মাত্র ১ উইকেট পেলেও, ৪ ওভারে ৮ রান দেয়ায় ম্যাচ সেরা হয়েছেন ইমাদ ওয়াসিম।

Exit mobile version