Site icon Jamuna Television

সামরিক বাহিনীর দুই ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা সেনানিবাস এলাকায় নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) ও সেনা প্রাঙ্গণের কেন্দ্রীয় মিলনায়তনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৫ মে) সকালে ঢাকা সেনানিবাসে নতুন নির্মিত ভবনটির উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে, প্যাথলজি ভবন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এসময় তার সাথে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

প্যাথলজি কার্যক্রমের বিষয়ে শেখ হাসিনাকে অবহিত করেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। নতুন এই প্যাথলজি ল্যাবের উদ্বোধন শেষে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন।

/এমএইচ

Exit mobile version