Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে করার কিছু নেই: কাদের

আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতে নেই। সত্য বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৫ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রশ্ন রেখে কাদের বলেন, যুক্তরাষ্ট্র যে চোখে বাংলাদেশের মানবাধিকার দেখে, সে চোখে তাদের নিজেদের দেশে মানবাধিকার দেখবে না কেন? যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার, নির্বাচন, গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলতে পারলে, সেখানকার হত্যাকাণ্ড নিয়ে আমরা কেন প্রশ্ন তুলতে পারবো না?

এ সময় তিনি বাংলাদেশের আন্দোলনের সাথে যুক্তরাষ্ট্রের তুলনা দেন। বলেন, ইসয়ারেল বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র নাগরিকদের নির্যাতন করছে, গ্রেফতার করা হয়েছে। অথচ এখানে যখন বিরোধী দল আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করে তখন যুক্তরাষ্ট্র তাদের পক্ষে কথা বলে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী, এমপিদের স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত, এখানে আইনগত কোনো বিষয় নেই।

এটিএম/

Exit mobile version