Site icon Jamuna Television

বরগুনায় ঘুমন্ত আ’লীগ নেতাকে হাত-পা বেধে শ্বাসরোধে হত্যা

বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খলিলুর রহমানকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতের স্ত্রী লিলি বেগমের দাবি গভীর রাতে তাদের চালিতাতলী এলাকার বাসায় দুবৃত্তরা সিদ কেটে ভেতরে প্রবেশ করে। এসময় তারা খলিলুর রহমানের হাত-পা বেধে ২ লাখ টাকা দাবি করে। টাকা না দেয়ায় শ্বাসরোধ করে হত্যা করা হয় তার স্বামীকে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। কথায় গড়মিল পাওয়ায় লিলি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যা রহস্য উন্মোচনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version