Site icon Jamuna Television

হাত-পা বাঁধা অবস্থায়ই জাতীয় পার্টি এগিয়ে চলছে: এরশাদ

আগামী নির্বাচনে অংশ নিতে শতভাগ প্রস্তুত জাতীয় পার্টি। এ কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ শনিবার সকালে বনানীতে জাপা’র ডিজিটাল নিবার্চনী প্রচারণার উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, সংসদ নির্বাচন হবে, কী হবে না সে বিষয়ে সংশয় কেটে গেছে। তবে হাত-পা বাঁধা অবস্থায়ই জাতীয় পার্টি এগিয়ে চলছে বলে অভিযোগ করেন তিনি।

সাবেক এই রাষ্ট্রপতি আরো বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি অবশ্যই অংশ নেবে। বিএনপি নির্বাচনে না আসলে ৩০০ আসনেই জাতীয় পার্টি প্রার্থী দেবে বলেও জানান, এরশাদ।

Exit mobile version