Site icon Jamuna Television

মা দিবসের শুভেচ্ছা জানিয়ে রোনালদোর পোস্ট

সাধারণত মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী পালিত হয় মা দিবস। তবে স্পেন আর পর্তুগালে এ নিয়ম কিছুটা আলাদা। সেখানে মা দিবস পালিত হয় মে মাসের প্রথম রোববার। ২০২৪ সালে যা মাসের ৫ তারিখে পড়েছে। মা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে এদিন কয়েকটি ছবি পোস্ট করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।

রোনালদো তিনটি ছবি পোস্ট করেন। এরমধ্যে দুটি তার মায়ের সাথে। সেখানে একটিতে মা-ছেলেকে বেশ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায়। মায়ের সাথে আরেকটি ছবিতেও দেখা যায় রোনালদোকে। তবে সেখানে রোনালদোর ছোটবেলাকে খুঁজে পাওয়া গেলো সহজেই। ছোট্ট রোনালদো আর তার মা স্পোর্টিং সিপি ক্লাবের লবিতে একটি সিংহের পাশে বসে রয়েছে।

মায়ের সাথে ছোট্ট রোনালদো।

আরেকটি ছবি রোনালদোর প্রেমিকা ও তার সন্তানদের সাথে। সেখানে বান্ধনী জর্জিনা রদ্রিগেজ এবং পাঁচ সন্তানকে নিয়ে সমুদ্র বিলাস করতে দেখা যাচ্ছে সিআরসেভেনকে। মূলত নিজের মায়ের পাশাপাশি তার সন্তানদের মাকেও এই বিশেষ দিনে শুভেচ্ছা জানালেন রোনালদো।

উল্লেখ্য, পর্তুজিগ ভাষায় ছবিগুলোর সাথে একটি ক্যাপশনও দেন সিআরসেভেন। যেখানে লেখা, হ্যাপি মাদার্স ডে টু দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড।

/এমএইচআর

Exit mobile version