Site icon Jamuna Television

দুদিনেও কাটেনি শিডিউল বিপর্যয়, কমলাপুর থেকে ভোরের ট্রেন ছেড়েছে দুপুরে

ফাইল ছবি

গাজীপুরের জয়দেবপুরে দুর্ঘটনার দুইদিন পেরোলেও এখনো কাটেনি রেলের শিডিউল বিপর্যয়। ঢাকার কমলাপুর স্টেশন থেকে উত্তর ও পশ্চিমাঞ্চলের সব ট্রেন রোববারও দেরিতে ছাড়ছে।

রোববার (৫ মে) ভোর ৬টায় ছাড়ার কথা ছিল, রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেসের। তবে দুপুর আড়াইটায় ছেড়ে যায় ট্রেনটি। কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর ট্রেনটি সকাল ৭টার বদলে ছেড়ে গেছে দুপুরে। এছাড়া, রংপুর এক্সপ্রেস সকাল ৯টার পরিবর্তে রাত ৯টায় ছাড়ার কথা রয়েছে।

শুক্রবার সকালে স্টেশনে থেমে থাকা একটি তেলবাহী ট্রেনে ধাক্কা দেয় টাঙ্গাইল কমিউটার। এতে লাইনচ্যুত হয় দু’টি ট্রেনের ইঞ্জিনসহ ১০টি বগি। একই লাইনে ঢুকে পড়ে কমিউটার ট্রেনটি। আহত হন কমপক্ষে ৫ জন। এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে স্টেশন মাস্টারসহ তিন জনকে।

/এনকে

Exit mobile version