Site icon Jamuna Television

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু 

ছবি: সংগৃহীত।

বোয়ালমারী (ফরিদপুর) করেসপনডেন্ট:

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম মুরাদ বিশ্বাস (৪৫)। সে উপজেলার রূপপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের হাচেন বিশ্বাসের ছেলে।

রোববার (৫ মে) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার রুপাপাত ইউনিয়নের কলিমাঝি রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, শারীরিক প্রতিবন্ধী হওয়ায় হাঁটাচলা ও কাজকর্ম করতে কষ্ট হতো তার। এ কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপেস ট্রেনের নিচে কাটা পড়ে সে।

নিহত যুবকের প্রতিবেশী  ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এস এম মাহব্বত আলী জানান, দুই সন্তানের জনক মুরাদের হাঁটাচলা করতে কষ্ট হতো। ট্রেন আসার বিষয়টি খেয়াল করতে না পেরে দুর্ঘটনার শিকার হয়েছে বলে ধারণা তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে রাজবাড়ি রেল পুলিশকে খবর দেয়া হয়েছে। রেলপুলিশ এসে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version