Site icon Jamuna Television

জাতীয় নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার হতে পারে: সিইসি

নির্বাচন কমিশনের উদ্যোগে বিভাগীয় শহর খুলনায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনী শুরু হয়েছে।

আজ শনিবার সকালে মহানগরের পাবলিক হল (জিয়া হল) চত্বরে ইভিএম প্রদর্শনী উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদা। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, আগামী জাতীয় নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার হতে পারে। বিভিন্ন দেশে এটা সফলভাবে চালু আছে। বিভিন্ন মাধ্যমে জনতাকে বোঝানোর পরই এ ইভিএম চালু হবে।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী।

নির্বাচন কমিশনের আয়োজনের ইভিএমের মাধ্যমে ডেমো ভোটগ্রহণ প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

মহানগরের ১৮ ও ২১ নম্বর ওয়ার্ডের চারটি এলাকার সাত হাজার ৩৯ জন ভোটার ইভিএম এ মাধ্যমে ডেমো ভোট দেওয়ার সুযোগ পাবেন। ভোট গ্রহণের পাবলিক হল চত্বরে ১৪টি কক্ষ রয়েছে। এতে স্টল রয়েছে ১২টি। ডেমো ভোট গ্রহণ চলবে রাত ৯টা পর্যন্ত।

Exit mobile version