Site icon Jamuna Television

রাবির সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি অধ্যাপক সাজ্জাদ বকুল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল (সাজ্জাদ বকুল)। রোববার (৫ মে) সকালে তিনি বিভাগে যোগদান করেন। পরে সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মুসতাক আহমেদ তাকে ফুলেল শুভেচ্ছা জানান ও সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণকালে বিভাগের শিক্ষক অধ্যাপক মো. মশিহুর রহমান, অধ্যাপক তানভীর আহমদ, অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ ও কাজী মামুন হায়দার, সহকারী অধ্যাপক আব্দুল্লাহীল বাকী উপস্থিত ছিলেন।

আজ রোববার (৫ মে) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহাবুবুর রহমান রাসেলের মৃত্যুবার্ষিকী ছিল। সেজন্য দায়িত্ব হস্তান্তরের সময় এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষকরা।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক সাজ্জাদ বকুল বলেন, করোনার প্রভাবে বিভাগের যেসব শিক্ষাবর্ষে সেশনজট তৈরি হয়েছিল তা কমিয়ে আনাসহ বিভাগের সার্বিক অগ্রগতির জন্য কাজ করবেন তিনি। দেশে-বিদেশে বিভাগকে অন্য উচ্চতায় নিয়ে যেতে কাজ করার আশা প্রকাশও করেন তিনি।

নতুন সভাপতির হাতে ক্রেস্ট তুলে দেন বিদায়ী সভাপতি, পাশে সহকর্মীরা

প্রসঙ্গত, অধ্যাপক সাজ্জাদ বকুল রাজশাহীর অগ্রণী বিদ্যালয়, রাজশাহী কলেজে পড়াশোনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৯ সালে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১২ সালে সহকারী অধ্যাপক, ২০১৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২২ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি পান।

এর আগে, তিনি ঢাকায় দৈনিক প্রথম আলো, যুগান্তর ও কালের কণ্ঠ পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন। সাজ্জাদ বকুল একজন ছড়াকার, গীতিকবি ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা। তিনি সাজ্জাদ বকুল নামে লেখালেখি ও চলচ্চিত্র নির্মাণ করে থাকেন। ২০১১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ প্রতিষ্ঠা করেন এই শিক্ষক। এছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃস্থানীয় ভূমিকা পালন করছেন তিনি।

/এনকে

Exit mobile version