Site icon Jamuna Television

ক্যাম্পবেল ও বেনেটের ব্যাটে ১৩৮ রানের পুঁজি জিম্বাবুয়ের

ছবি: সংগৃহীত

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় বাংলাদেশের বিপক্ষে ১৩৮ রানের পুঁজি সংগ্রহ দাড় করিয়েছে জিম্বাবুয়ে। আগে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৪২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। তবে জনাথন ক্যাম্পবেল ও ব্রায়ান বেনেটের চল্লিশোর্ধ রানের ওপর ভড় করে লড়াইয়ের পুঁজি পায় জিম্বাবুয়ে।

রোববার (৫ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানেই ওপেনার তাদিওনাশে মারুমানির উইকেট হারায় জিম্বাবুয়ে। ইনিংসের চতুর্থ ওভারে তাসকিন আহমেদের শেষ বলে অফ সাইডে খেলতে চেয়েছিলেন মারুমানি। তবে ব্যাটে-বলে করতে পারেননি। মাঠের আম্পায়ার সাড়া না দেয়ায় রিভিয় নেয় বাংলাদেশ। থার্ড আম্পায়ার তাকে আউট দেন। ফলে ২ রান নিয়েই ফিরতে হয় জিম্বাবুয়ের এই ব্যাটারকে।

এরপর ৭.১ ওভারে দলীয় ৩০ রানে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আরেক ওপেনার জয়লর্ড গাম্বি। ৩০ বলে ১৭ রান করে ফিরতে হয় তাকে। দশম ওভারে বাংলাদেশকে জোড়া উইকেট এনে দেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সিকান্দার রাজা চড়াও হতে চেয়েছিলেন তাকে। এক্সট্রা ডিপ কাভার দিয়ে উড়িয়ে মারতে গিয়ে লিটন দাসের দুর্দান্ত ক্যাচে আউট হতে হয়েছে জিম্বাবুয়ের অধিনায়কে। এরপর উইকেটে আসেন ক্লাইভ মাদান্দে।

তিনি এক বল পরেই ফুল লেংথের ফলে স্লিপে তানজিদ হাসান তামিমকে ক্যাচ দিয়ে আউট হন শূন্য রানে। একপ্রান্ত ধরে খেলছিলেন অভিজ্ঞ ব্যাটার ক্রেইগ আরভিন। তবে তিনিও ধৈর্য্যহারা হয়ে উইকেট বিলিয়ে দেন। শেখ মেহেদীর বলে রিভার্স সুইপ করে চার মেরেছিলেন তিনি প্রথম বলেই। পরের বলে আভার রিভার্স সুইপ করতে গিয়ে ডিপ এক্সট্রা কাভারে ক্যাচ দেন লিটনকে। ফলে ১৬ বলে ১৩ রানে শেষ হয় জিম্বাবুয়ের এই ব্যাটারের ইনিংস।

এরপরই জিম্বাবুয়ের দৃশ্যপট বদলে দেন রায়ান বেনেট এবং জোনাথন ক্যাম্পবেল। দুজন মিলে গড়েন ৪৩ বলে ৭৩ রানের জুটি। তবে দলীয় ১১৫ রানে ২৪ বলে ৪৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হন ক্যাম্পবেল। ক্যাম্পবেলের বিদায়ের পর ক্রিজে এসেই সাজঘরে ফিরে যান লুক জংবি। শেষ দিকে বেনেটের আগ্রাসী ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ২৯ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন বেনেট। 

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ মাত্র ১৮ রান খরচায় নেন ২ উইকেট। ৩৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন রিশাদ হোসেনও। একটি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদি, শরিফুল ও মোহাম্মদ সাইফউদ্দিন।

/আরআইএম

Exit mobile version