Site icon Jamuna Television

বৃষ্টিতে স্বস্তি নগরজীবনে

তাপপ্রবাহের পর রাজধানীতে বজ্রপাতসহ হলো শিলাবৃষ্টি। স্বস্তি নেমে এসেছে নগরজীবনে। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (৫ মে) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত রাজধানীতে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘণ্টাখানেকের ঝড় বৃষ্টিতে ৪০ ডিগ্রির তাপমাত্রা রাতে নেমে আসে ২৫ ডিগ্রিতে।

এদিকে রাত ১০টার দিকে মোহাম্মাদপুরের ঢাকা উদ্যানের সি ব্লকে নির্মাণাধীন ১৬ তলা ভবন থেকে দেয়াল ধসে পড়ে। নিচে টিন শেডের আবাসিক বাড়িতে বিশ্রাম নিচ্ছিল বাসিন্দারা। এ সময় টিনের ছাউনি ভেঙে পড়ে বিশ্রামরত বাসিন্দাদের ওপর। ওই ঘটনায় গৃহকর্মী রেশমা মারা যায়। আহত হয় ৬ জন। নিহত রেশমা ৪ কন্যা রেখে গেছেন।

নিহতের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে রাখা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এটিএম/

Exit mobile version