Site icon Jamuna Television

অনুপ্রবেশের দায়ে ত্রিপুরায় আটক ১৬ বাংলাদেশি

অনুপ্রবেশের দায়ে ভারতের ত্রিপুরায় আটক করা হয়েছে পাঁচ শিশু সহ ১৬ বাংলাদেশিকে। গোপন তথ্যের ভিত্তিতে দু’টি পৃথক অভিযানে ধরা পড়ে তারা।

টিকেট, বাংলাদেশ সরকারের কোভিড টিকা দেওয়ার নথি এবং কিছু বাংলাদেশি মুদ্রা জব্দ করা হয়েছে তাদের কাছ থেকে। ধলাই জেলায় অভিযান চালিয়ে আটক করা হয় তিন শিশুসহ ১১ বাংলাদেশিকে।

জানা গেছে, তিন বছর আগে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে প্রবেশ করেছিল তারা। এরপর চাকরির সন্ধানে চলে যায় বেঙ্গালুরু। আরও কয়েকটি রাজ্য ঘুরে সম্প্রতি বাংলাদেশে ফেরার উদ্দেশে আবার যায় পশ্চিমবঙ্গে। আগাম তথ্যের ভিত্তিতে আমবাসার একটি বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। আমবাসা রেল স্টেশন থেকে আটক করা হয় দুই শিশুসহ আরও ৫ জনকে। বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে আটককৃতদের। তাদের সবার বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে।

এটিএম/

Exit mobile version