Site icon Jamuna Television

সুন্দরবনে অগ্নিকাণ্ডে পুড়লো ৫ একর বনভূমি

সুন্দরবনের আমুরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫ একর বনভূমির গাছপালা ও লতাগুল্ম। এ তথ্য জানালেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী।

তিনি জানান, তবে সেখানে বড় কোনো গাছ নেই। মৃত কোনো বন্যপ্রাণীও দেখা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন শেষে রোববার রাতে খুলনায় হওয়া সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান বন সংরক্ষক।

অগ্নিকাণ্ডে, সুন্দরবনের জীববৈচিত্রের ক্ষতি নিরূপণে সোমবার ৭ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা। আগুন যাতে আর না ছড়ায়, সেজন্য ফায়ার লাইন কেটে দেয়া হয়েছে। সোমবার সকাল থেকে ড্রোনের মাধ্যমে মনিটরিং করা হবে। কোথাও ধোঁয়া দেখা গেলে, সেখানে পানি দেয়ার কথাও জানান প্রধান বন সংরক্ষক।

এটিএম/

Exit mobile version