Site icon Jamuna Television

হাজারো শিশুকে নিয়ে ‘মাই প্রমিজ ডে’ পালন করলো গুড নেইবারস বাংলাদেশ

সারাদেশে ১৭টি ভিন্ন প্রকল্প এলাকায় একযোগে হাজারো শিশুকে সম্পৃক্ত করে ‘মাই প্রমিজ ডে’ পালন করলো আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ। এ উপলক্ষ্যে রাজধানীতে সংস্থার প্রধান কার্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিশুদের কল্যাণকর জীবন ও সুন্দর ভবিষ্যৎ বিনির্মানের লক্ষ্যে ৫টি প্রতিজ্ঞা করানো হয়। এছাড়াও শিশুদের জন্য ছিল অনুপ্রেরণামূলক আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। এই উপলক্ষ্যকে কেন্দ্র করে শিশু, অভিভাবক, শিক্ষক, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি সকলে একত্রিত হন এবং শিশুর সুন্দর বর্তমান ও আগামীর জন্য শপথ নেন।

উল্লেখ্য যে, শিশুদের নিয়ে প্রতিবছর মে মাসের পাঁচ তারিখে এমন উদযাপন করে থাকে গুড নেইবারস, যেখানে শিশুদের প্রতিজ্ঞাবদ্ধ করানো হয় পড়াশোনায় মনোযোগী হওয়াসহ সুন্দর সুস্থ জীবন যাপনের মাধ্যমে মানবিক ও মানসিক বিকাশ ঘটানো বিষয়সমূহের ওপর। পাশাপাশি শিশুশ্রম, বাল্যবিবাহ ও অসৎ কাজ থেকে দূরে থাকার বিষয়ে সচেতনতা তৈরিসহ এসব কাজ থেকে দূরে থাকার ব্যাপারে অঙ্গীকার করানো হয়।

এটিএম/

Exit mobile version