Site icon Jamuna Television

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করতে হবে: মেয়র আতিক

ফাইল ছবি।

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করতে হবে। জনগণ সাথে থাকলে কোনো কাজই চ্যালেঞ্জ মনে হবে না। এমন মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (৬ মে) সকালে রাজধানীর কুড়িল এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম এবং মশক নিধন অভিযান চালানো হয়। সেই কর্মসূচিতেই এমন মন্তব্য করেন তিনি।

এসময়, সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, চলতি মৌসুমেই বংশবিস্তার করে ডেঙ্গুবাহী এডিস মশা। ‘৩ দিনে একদিন; জমা পানি ফেলে দিন’ এই শ্লোগান বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

অফিস বা বাড়ি যেকোনো জায়গায় এডিস মশার লার্ভা পেলে ম্যাজিস্ট্রেট যথাযথ ব্যবস্থা নিবে বলেও হুশিয়ার করেন মেয়র আতিকুল ইসলাম।

/এএস

Exit mobile version