Site icon Jamuna Television

ছবিতে এক নজরে ফিলিস্তিনের পতাকা হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনের দৃশ্য

স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার দাবিতে পতাকা উত্তোলন কর্মসূচি পালন করছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার (৬ মার্চ) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে জানানো হয় এই সংহতি। দলীয় নেতাকর্মী ছাড়াও কর্মসূচিতে অংশ নেন সাধারণ শিক্ষার্থীরা।

মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এসময় ফিলিস্তিনের সমর্থনে বিভিন্ন স্লোগানও দেন অংশগ্রহনকারীরা।
মধুর ক্যান্টিনের সামনে থেকে সকাল সাড়ে ১১টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা। পতাকা হাতে সেই মিছিল প্রদক্ষিণ করে ক্যাম্পাস এলাকা। 
কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষণার অংশ হিসেবে সারাদেশে একযোগে এই পতাকা উত্তোলন কর্মসূচী পালন করা হয়।
একজন ছাত্রের হাতে পোস্টারে লিখা ‘আনা দাম্মি ফালাস্তিনি’ যার মানে ‘আমার রক্তে ফিলিস্তিন’।
এদিকে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা ডেন্টাল কলেজের শাখা থেকে ছাত্র ছাত্রীরা ফিলিস্তিনের সমর্থনে করে মানববন্ধন।

/এআই

Exit mobile version