Site icon Jamuna Television

হামাসের হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত, আহত ১০

নিহত চার ইসরায়েলি সেনা

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে মিসর সীমান্তের রাফা এলাকা থেকে ছোড়া রকেট হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আরও ১০ জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। রোববার (৫ মে) এ হামলার ঘটনা ঘটে। খবর টাইমস অব ইসরায়েল।

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এই হামলার দায় স্বীকার করেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা সীমান্ত থেকে ইসরায়েলের কেরেম শালম এলাকায় অন্তত ১০টি রকেট ছোঁড়া হয়েছে। আর এতেই এই সেনারা নিহত হয়।

এদিকে, এ হামলার কিছুক্ষণ পরই রাফা এলাকার একটি বাড়িতে ইসরায়েলের পাল্টা বিমান হামলায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এছাড়া ইসরায়েলি সেনাদের হামলায় মোট ১৯ জনের প্রাণহানির কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা।

/এনকে

Exit mobile version