Site icon Jamuna Television

জেদ্দা, মক্কা ও মদিনায় সীমাবদ্ধ থাকবে হজ ভিসা

হজ ভিসায় শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে ভ্রমণ করা যাবে। এই তিন শহর ব্যতীত অন্য কোনো শহরে ভ্রমণ করার ওপর রয়েছে নিষেধাজ্ঞা। সেই সাথে কাজ কিংবা বসবাসেরও নেই অনুমতি। রোববার (৫ মে) এক প্রতিবেদনে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় বলেছে, শুধু হজ ভিসা দিয়েই ২০২৪ সালে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া তীর্থযাত্রীরা ভ্রমণ করতে পারবেন শুধুমাত্র জেদ্দা, মদিনা ও মক্কা শহরে।

এই বিধিনিষেধ লঙ্ঘনকারী ব্যক্তিকে ভবিষ্যতে হজে অংশ নেওয়ার অনুমতি দেয়া হবে না। এমনকি দেশ থেকেও বের করে দেওয়া হতে পারে। হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্যই বৈধ। এই সময়ের মধ্যে হজ ভিসা নেওয়া ব্যক্তিদের ওমরাহ পালন বা যেকোনো ধরনের আর্থিক বা অবৈতনিক কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নতুন বিধিতে।

/এআই

Exit mobile version