Site icon Jamuna Television

উপজেলা ভোট: নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ফের হুঁশিয়ারি কাদেরের

উপজেলা নির্বাচনে দলের নির্দেশনা অমান্যকারী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে আবারও হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৬ মে) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ ছিল না কোনোদিন। তারা সারাজীবন প্রহসনের নির্বাচন করেছে। শেখ হাসিনা সবসময় গণতন্ত্র সমুন্নত রাখতে কাজ করেছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হবে। বিশেষ প্রার্থনার পাশাপাশি অস্বচ্ছল ও পিছিয়ে পড়া মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হবে।

এছাড়া, আগামী ২৩ জুন প্লাটিনাম জুবিলি উদযাপন করবে আওয়ামী লীগ। এ উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভায় যোগ দেবেন দলের সভাপতি শেখ হাসিনা।

এই আয়োজনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিদ্যুৎ সঙ্কটের কথা মাথায় রেখে প্লাটিনাম জুবিলিতে আলোকসজ্জা বাদ দেয়া হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে।

/এমএন

Exit mobile version