Site icon Jamuna Television

এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন শাহীন আফ্রিদি

ফাইল ছবি

এপ্রিল মাসের সেরা পারফর্মার নির্বাচিত করার জন্য তিনজনকে মনোনয়ন দিয়েছে আইসিসি। পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদির সঙ্গে এই তালিকায় জায়গা পেয়েছেন নামিবিয়ার অধিনায়ক জেরার্ড এরাসমাস ও সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম।

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন আফ্রিদি। সিরিজে ৮ উইকেট নেয়ার পাশাপাশি করেছেন নিয়ন্ত্রিত বোলিং। তার নৈপুণ্যে শেষ ম্যাচ জিতে সিরিজ ২-২ এ ড্র করে পাকিস্তান। এমন পারফরম্যান্সে জায়গা পেলেন মাস সেরার দৌড়ে।

ওয়াসিম গত মাসে এসিসি প্রিমিয়ার কাপে দারুণ ব্যাটিং করেছেন। আসরের ফাইনালে খেলেছেন ৫৬ বলে ১০০ রানের দুর্দান্ত এক ইনিংস। এর আগে আরও তিনটি চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেছেন এই আসরে।

ওমান সফরে ব্যাট ও বল হাতে দারুণ ভূমিকা রেখেছেন নামিবিয়ার অলরাউন্ডার এরাসমাস। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দু’টি ম্যাচে তিনি ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। ব্যাট হাতে ১৪৫ রানের পাশাপাশি বল হাতে ৮ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার।

/এনকে

Exit mobile version