Site icon Jamuna Television

বাণিজ্য মেলার ভিআইপি পার্কিং থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জ করেসপনডেন্ট:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের দুই দিন পর গৌরাঙ্গ বিশ্বাস নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন ভিডিওগ্রাফার ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার (৭ মে) সকালে উপজেলার পূৃর্বাচলের বাণিজ্য মেলা এলাকার ভিআইপি পার্কিং থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গৌরাঙ্গ বিশ্বাস উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি বড়বাড়ি এলাকার নলিত মোহন বিশ্বাসের ছেলে।

নিহতের স্ত্রী ইতি রানী বিশ্বাস জানান, গত রোববার (৫ মে) সকালে নরসিংদীর ঘোড়াশাল এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে ভিডিওর কাজ করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় গৌরাঙ্গ। তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে নিরাপত্তাকর্মীরা ভিআইপি পার্কিংয়ের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। 

এহসান নামে বাণিজ্য মেলা এলাকার এক নিরাপত্তাকর্মী জানান, রাতে ঝড়ে ওই এলাকার অনেক জায়গার টিনের সীমানাপ্রাচীর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান দিয়ে যে কেউই এই এলাকায় প্রবেশ করে পারে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি দিপক চন্দ্র সাহা জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version