Site icon Jamuna Television

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সিরিজ নিশ্চিত করার মিশনে তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে নেমেছে বাংলাদেশ। যেখানে টস হেরে আগে ব্যাটিং করবে টাইগাররা। একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

মঙ্গলবার (৭ মে) জহুর আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি। আগের দুই ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। শরিফুলের পরিবর্তে এই ম্যাচে খেলছেন তানভির ইসলাম। শেখ মেহেদীর বদলে খেলছেন তানজিম হাসান সাকিব।

অন্যদিকে, সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই ব্যাকফুটে থাকা জিম্বাবুয়ের। সফরকারী একাদশেও আছে দু’টি পরিবর্তন। দলে ঢুকেছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা এবং ফারাজ আকরাম। প্রথম ম্যাচে মাথায় চোট পাওয়া মাসাকাদজা দ্বিতীয় ম্যাচে খেলেননি। পেস অলরাউন্ডার ফারাজের সিরিজে এটাই প্রথম ম্যাচ। বাদ পড়েছেন রিচার্ড এনগারাভা ও এইনস্লে এনদোলভু।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভির ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গাম্বি (উইকেটকিপার), ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।

/আরআইএম

Exit mobile version