Site icon Jamuna Television

সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বুধবার (৮ মে) এই উপজেলা নির্বাচনের প্রধম ধাপে সরিষাবাড়ীতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভোটের আগের দিনই উপজেলা পরিষদের তিন পদেই নির্বাচন স্থগিতের ঘোষণা এলো।

আজ মঙ্গলবার (৭ মে) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ষ্ঠ উপজেলা পরিষদের ১ম ধাপে ৮ অনুষ্ঠেয় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১৮ এবং ৩১ এর বিধান লঙ্ঘন করায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেন। রফিকুল ইসলাম তার প্রার্থিতা বহালের জন্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং ৫৩০৩/২০১৪ দায়ের করলে আদালত ৬ মে তার প্রার্থিতা বহালের আদেশ প্রদান করেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে সিএমপি নং ৩৭৮/২০২৪ দায়ের করলে ৭ মে আদেশে ‘নো অর্ডার’ প্রদান করা হয়। এ অবস্থায় বাস্তবতার নিরীখে আপিল বিভাগের উক্ত আদেশ বাস্তবায়নের নিমিত্ত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৮ মে অনুষ্ঠেয় জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত প্রদান করেছেন।

এ সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

/এমএন

Exit mobile version