Site icon Jamuna Television

রুমায় বিশেষ অভিযানে কেএনএফের ১ সদস্য নিহত

গােয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর চালানো অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট- কেএনএফ’র ১ সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার (৭ মে) বিকেলে উপজেলার দুর্গম দার্জিলিং পাড়া থেকে ওই কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ।

অভিযানে তল্লাশি চালিয়ে তাদের ব্যবহারকৃত বাঙ্কার, একটি ড্রোন, ৩টি জুম্মল্যান্ডের পতাকা, পর্যবেক্ষণ চৌকি, মোবাইল ফোন, ওয়াকিটকিসহ বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

জানা গেছে, বিকেলে পাঁচটা থেকে ‘বি টাইপ’ টহল দলের সমন্বয়ে বিশেষ এ অভিযানটি পরিচালিত হয়। দার্জিলিং পাড়া এলাকা ঘেরাও করে এ অভিযান শুরু হয়। অভিযান চলাকালীন সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ে কেএনএফ এর একজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

/এমএইচ

Exit mobile version