Site icon Jamuna Television

সাকিবকে দেখতে এসে বিদ্যুৎস্পৃষ্ট শিক্ষার্থী

কুমিল্লা ব্যুরো:

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানকে দেখতে এসে মো. নীরব নামে এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। এতে তার শরীরের ৩৫-৪০ শতাংশ পুড়ে গেছে। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

মঙ্গলবার (৭ মে) বিকেলে জেলার চৌদ্দগ্রামের ধোড়কড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী জাহিদ হাসান নিরব (১৪) ধোড়কড়া স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে কনকাপৈত এলাকার জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে ধোড়কড়া বাজারে একটি কসমেটিকের শো রুমের উদ্বোধনী অনুষ্ঠানে যায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখানে সাকিবকে দেখতে হাজার হাজার মানুষ ভীড় জমায়।

এসময় ওই শিক্ষার্থী ওই মার্কেটের দ্বিতীয় তলায় উঠলে বিদ্যুতের তারের সঙ্গে লেগে আটকে যায়। পরে স্থানীয়দের চেষ্টায় তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লায় প্রেরণ করা হয়।

/এমএইচ

Exit mobile version