Site icon Jamuna Television

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পৃথিবীর সবচেয়ে মহৎ নেতা: স্টিভেন সিগ্যাল

পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে অভিষেক ঘটেছে ভ্লাদিমির পুতিনের। তার অভিষেক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মার্কিন তারকা অভিনেতা স্টিভেন সিগ্যাল। মস্কোতে অবস্থিত রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনে হাজির হয়েছিলেন হলিউড তারকা। এক প্রতিবেদনে স্কাই নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অভিষেক অনুষ্ঠানে পুতিনকে ‘পৃথিবীর সবচেয়ে মহৎ নেতা’ হিসেবে আখ্যা দেন ৭২ বছর বয়সী সিগ্যাল। তিনি মনে করেন, পুতিনের পঞ্চম মেয়াদেই পৃথিবী সবচেয়ে ভালো অবস্থায় থাকবে।

মার্কিন অভিনেতা সিগ্যাল ২০১৬ সালে রুশ নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। মার্শাল আর্টের সূত্র ধরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বন্ধুত্ব।

/এআই

Exit mobile version