Site icon Jamuna Television

ভোরের বৃষ্টিতে কমেছে তাপমাত্রা, স্বস্তিতে রাজধানীবাসী

ভোর রাত থেকেই রাজধানীতে শুরু হয় বৃষ্টি। বুধবার (৮ মে) ভোর ৫টার পর থেকে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। এরপরই তা রূপ নেয় মাঝারি আকারের বৃষ্টিপাতে।

এমন স্বস্তির বৃষ্টিতে রাজধানীর তাপমাত্রা আরও সহনীয় হয়ে এসেছে। তবে শুধু রাজধানী নয়, আগামী ১০ দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এরমধ্যে কোথাও কোথাও টানা বৃষ্টিও হতে পারে। এ সময় সারাদিন বৃষ্টি না হলেও দিনে দু’একবার বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইতে পারে

কোথাও কোথাও বজ্রবৃষ্টি বা শিলাবৃষ্টিরও আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি, বজ্রপাতের সময় বাইরে বের না হওয়ারও পরামর্শ দিয়েছে তারা।

/এএস

Exit mobile version