Site icon Jamuna Television

অ্যাস্ট্রাজেনেকায় স্বাস্থ্যঝুঁকি আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

অ্যাস্ট্রাজেনেকা’র করোনা ভ্যাকসিনে কোনো স্বাস্থ্যঝুঁকি আছে কিনা তা খতিয়ে দেখতে স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশ দেয়া হয়েছে। এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বুধবার (৮ মে) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সর্বজনীন স্বাস্থ্য’ অর্জনে প্রান্তিক পর্যায়ে টিকাদান কর্মসূচি বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় তিনি জানান, অ্যাস্ট্রাজেনেকা’র টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে সম্ভাবনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুত হাসপাতালগুলো। তবে এডিস মশা বংশ বিস্তারের উৎসগুলো আগে ধ্বংস করতে হবে। স্যালাইনের কোনো সংকট হবে না। দাম যেন বৃদ্ধি না পায় সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version