Site icon Jamuna Television

জনগণ উপজেলা নির্বাচন বর্জন করেছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ উপজেলা নির্বাচন বর্জন করেছে। আর এই বর্জনের মধ্য দিয়ে মানুষ স্বৈরাচারী সরকারের দুঃশাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

বুধবার (৮ মে) দুপুরে রাজধানীর নয়া পল্টনে এক ব্রিফিংয়ে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, একতরফা আওয়ামী নির্বাচন বিএনপি আগেই বর্জন করেছে। উপজেলা নির্বাচন বর্জন যে সঠিক সিদ্ধান্ত তা জনগণের ভোটকেন্দ্রে না যাওয়ার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে।

তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে জনগণ নিশ্চুপ থাকতে পারে না। ভোটকেন্দ্রে যাবার জন্য ভোটারদের বাড়িতে বাড়িতে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিজভী।

এ সময় পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় নিন্দা জানান রিজভী। 

Exit mobile version